১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

ওয়ানডেতে বছরের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক ক্রিকেট মানেই বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের দাপট। আইসিসিও যে নিয়মকানুনগুলো প্রবর্তন করছে তাতে বোলাররা দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। ফলে অধিকাংশ ম্যাচে বয়ে যাচ্ছে রানের বন্যা। ব্যাটসম্যানরাও বাইশ গজের পিচে ফোটাচ্ছেন রানের ফুলঝড়ি। চলতি বছর মোট ওয়ানডে ম্যাচ হয়েছে ১৩১টি। সূচীতে বছরের শেষ তিন দিনে আর ওয়ানডে নেই। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের সেরা ৫ ব্যাটিং পারফরম্যান্স।

রোহিত শর্মা

বিরাট কোহলির আধিপত্যের যুগেও ভারতের অন্যতম ব্যাটিং স্তম্ভ রোহিত শর্মা। ওয়ানডেতে তিন-তিনটি দ্বিশতকের মালিক তিনি। তার মধ্যে সর্বশেষটি করেছেন ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। মোহালিতে করা ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংসটি অবশ্যই বছরের সেরা পারফম্যান্স।

ফ্যাফ ডু প্লেসি

বছরের শুরুতে কেপ টাউনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪১ বলে ১৮৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন ফ্যাফ। তাঁর ইনিংসে ভর করেই ৪০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।

মার্টিন গাপটিল

মার্চের প্রথমদিনই হ্যামিল্টনের ১১টি ছক্কা হাঁকিয়ে ১৩৮ বলে ১৮০ রানের ইনিংস খেলেন মার্টিন গাপটিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম তিন ওয়ানডেতে খেলেননি। তবে হ্যামিল্টনের সিডন পার্কে চতুর্থ ম্যাচে নেমেই অপরাজিত ১৮০ রানের অসাধারণ সেই  ইনিংসটি খেলেন গাপটিল।

ডেভিড ওয়ার্নার

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ১২৮ বলে ১৭৯ রানের রুদ্ধশ্বাস ইনিংসটিও থাকবে বর্ষসেরা পারফর্মেন্সের তালিকায়।  জানুয়ারিতে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে সেই ইনিংসটি খেলেছিলেন ওয়ার্নার।

এভিন লুইস

সেপ্টেম্বরে লন্ডনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩০ বলে ১৭৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন এভিন লুইস। অবশ্য ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচ হারতে হয় তার দল ওয়েস্ট ইন্ডিজকে।

এবি ডিভিলিয়ার্স

এছাড়া বাংলাদেশের বিপক্ষে ১৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো ১০৪ বলে ডি ভিলিয়ার্সের ১৭৬ রানের বিধ্বংসী ইনিংটিকেও রাখা যায় বর্সসেরার তালিকায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৮, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ