নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সুযোগ প্রদানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। বুধবার বেলা ১১টার পর এই মহাসমাবেশ শুরু হয়। এতে সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা দেয়ার দাবি জানান। তারা বলেন, আমাদের এই দাবি মেনে নিতে হবে। কারণ বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার কাছে ন্যায্য ও যৌক্তিক দাবি করলে তিনি তা পূরণ করেন। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের ন্যায্য দাবি পূরণ করবেন।
সংগঠনের সভাপতি মো. আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন তারা।
দৈনিক দেশজনতা /এমএইচ