২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২৭

রাজশাহীর ৭ লক্ষ শিক্ষার্থী মেতে উঠবে বই উৎসবে ১ লা জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। পহেলা জানুয়ারি হলেই বই উৎসবে মেতে উঠবে গোদাগাড়ীর শিক্ষার্থীরা । বছরের প্রথম দিনে সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হবে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নতুন বই দেয়া হবে দুই লক্ষ ২০ হাজার ১৪০ জন শিক্ষার্থীকে। মাধ্যমিক বিভাগে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ ম শ্রেণী পর্যন্ত নতুন বই দেয়া হবে ৪ লক্ষ ৪ হাজার ৪০০ জন শিক্ষার্থীকে। মাদ্রাসার এবতেদায়ী শাখায় নতুন বই দেওয়া হবে ৩৭ হাজার ৯০০ জন। দাখিল বিভাগে ৬ ষ্ঠ থেকে ৯ ম শ্রেনী পর্যন্ত নতুন বই দেয়া হবে ৮৪ হাজার ৪০০ জন এবং ভোকেশনাল শাখায় নবম ও দশম শ্রেনীর নতুন বই দেয়া হবে ৪ হাজার ৪০০ জন শিক্ষার্থীকে। উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায় গোদাগাড়ী উপজেলার মোট ১৬৫ টি প্রাথমিক বিদ্যালয়,মোট ৬৬ টি মাধ্যমিক স্কুল এবং ৩২ টি মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, নতুন বছরের প্রথম দিনে একযোগে গোদাগাড়ীর প্রাথমিক বিদ্যালয় ১৬৫ টি বিদ্যালয়ে বই বিতরণ করা হবে। এবং উপজেলা শিক্ষা অফিসার শামসুল করিম বলেন, উপজেলার ৬৬ টি মাধ্যমিক বিদ্যালয়,৩২ টি মাদ্রাসা এবং ৪ টি ভোকেশনালে বই বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর বই বিতরণ উদ্বোধনের পর রাজশাহীর গোদাগাড়ীর প্রতিটা বিদ্যালয়ে সকাল দশটায় বই বিতরণ শুরু করা হবে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ( ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন জানান, গোদাগাড়ী সদর এলাকায় বই বিতরণের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এবার উপজেলার প্রতিটি পৌরসভা,ইউনিয়নের কেন্দ্রে সরাসরি বই পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ১ জানুয়ারি উপজেলার সকল বিদ্যালয়ের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো বিদ্যালয়ের কোন শিক্ষার্থী বাদ যাবে না সবাই পাবে নতুন বই। এছাড়া নতুন বই নিতে শিক্ষার্থীদের কোনো টাকা দিতে হবে না। শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই দেয়া হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ১:১১ অপরাহ্ণ