২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৭

চট্টগ্রামে চলছে অটো টেম্পু ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে চলছে অটো টেম্পু ধর্মঘট। বাংলাদেশ সড়ক পরিবহণ চট্টগ্রাম আঞ্চলিক শাখা এ ধর্মঘটের ডাক দিয়েছে। মহানগরী ও জেলায় আজ বুধবার ও আগামীকাল এই পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি।

সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন কর্তৃক পরিচালিত লাইন দখল বেদখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোডস্থ হাক্কানী পেট্রোল পাম্পের সামনে শ্রমিক লীগ নামধারী সন্ত্রাসীদের গুলিতে সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হাসান গুলিবিদ্ধ ও সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান ছুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছেন।

তারা দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

অবিলম্বে সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের দাবিতে আজ চট্টগ্রাম মহানগরী ও জেলায় সকল রুটে অটো টেম্পু চলাচল বন্ধ এবং আগামীকাল চট্টগ্রামের সকল রুটে বাস, মিনিবাস, কোচ, অটো টেম্পো, অটো রিক্সা সহ সকল যাত্রীবাহী গাড়ী চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালনের আহবান জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৭, ২০১৭ ১২:৫২ অপরাহ্ণ