বিনোদন ডেস্ক:
নতুন বছরের শুরুতেই থাইল্যান্ডের সুবিখ্যাত সুলালঙ্করণ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্প। আগামী ২৪-২৯ জানুয়ারি ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইনসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সাথে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে।
এছাড়াও হাজার হাজার বছর আগে হিমালয় থেকে নেমে আসা এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে অভিবাস গড়েছে নদীমাতৃক এই বঙ্গীয় বদ্বীপে। কিসের নেশায় তারা জড়ো হয়েছিল, তারই প্রতিবেদন পরিবেশিত হবে ব্যাংককে।
গীতিনাট্য পরিবেশনায় থাকছেন সাইম রানার তত্ত্বাবধানে সংগীত বিভাগের পিএইচডি গবেষক স্মরণ প্রত্যয়, শিক্ষার্থী আজরিন আক্তার, ছায়েদুল হক সানি, নাদিম হোসাইন, ভাষা আশরাফ, রায়হান আনসারী, আনন্দময়ী কুন্ডু, শমিতা বালা ও তুষার মাহমুদ।
উল্লেখ্য, আগামী ২০১৯ সালে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়েই বসতে যাচ্ছে সংগীতের বিশ্ব আসর। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্রাডিশনাল মিউজিক আইসিটিএম এর দ্বিবার্ষিক বিশ্বসভাকে কেন্দ্র করে এবারের ক্যাম্প বিশেষ গুরুত্ব বিবেচনা করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ