নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাবেক ইউপি সদস্য নূরুল আমীন (৪৫) হত্যা মামলার ৩২জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে আসামিরা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নূরুল আমিন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও বেশ কয়েকজন।
ঘটনার দুইদিন পর নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশজনতা /এন আর