১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

আফগান স্পিনার রশিদ টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে

স্পোর্টস ডেস্ক:

চমক দিয়েই চলছেন ১৯ বছর বয়সী লেগস্পিনার রশিদ খান। আফগানিস্তানের এই যুবা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টুয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বিস্ময়বালক বলা যায় রশিদকে। বিগ ব্যাশ ছাড়াও আইপিএলে প্রথম আফগান হিসেবে খেলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। প্রতিপক্ষকে তার হাতের ঘূর্ণিতে ভালোই নাকানি-চুবানি খাইয়েছেন। বিগ ব্যাশে দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে একটি ম্যাচ খেলেছেন। দুই উইকেটও শিকার করেছেন।
এরপর পেয়েছেন টি-টুয়েন্টিতে শীর্ষ দুইয়ে ওঠার সংবাদ। তার রেটিং ৭১৭। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থানে আছেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম।তারই স্বদেশি মোহাম্মদ নবী অলরাউন্ডারদের তালিকায় উঠে এসেছেন তিন নম্বরে। এই তালিকায় যথারীতি শীর্ষ দশে আছেন দুজন বাংলাদেশি বোলারও। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান রয়েছেন ৭ নম্বরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অবস্থান ৯ নম্বরে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ৬:৪৩ অপরাহ্ণ