নিজস্ব প্রতিবেদক:
অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন ও ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে কোচিং সেন্টারগুলোকে ইতিপূর্বে সতর্ক করা হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এরপরও সংশোধিত না হওয়ায় সিটি করপোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬ অনুযায়ী কোচিং সেন্টারগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।
ডিএনসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা শাখার তত্ত্বাবধানে কোচিং সেন্টারগুলোর লাইসেন্স বাতিল করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর