১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

নির্বাচনের জন্য পেছাচ্ছে এসএসসির দুদিনের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ও এই সিটির সাথে ১৮টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাথে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর ও এর ৬টি সংরক্ষিত ওয়ার্ডে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বোর্ডের এসএসসি ও সমমানের ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নির্ধারিত পরীক্ষার সময় সূচি পরিবর্তন করা হচ্ছে।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মঙ্গলবার সকালে তিনটি বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক; বাংলাদেশ মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড)-এর চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, তিন বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা বোর্ডের কন্ট্রোলারের সঙ্গে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি তারিখের এসএসসি ও সমমানের পরীক্ষা মার্চের নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এতে তারা সম্মত হয়েছেন।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে ২৪ ও ২৫ তারিখও পরীক্ষা থাকায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক ডাকে কমিশন।

হেলালুদ্দীন আহমদ বলেন, সব ধরনের জটিলতা পেরিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২৪ ফেব্রুয়ারির পর যে কোনো দিন ভোটের তারিখ ঠিক করে এই তফসিল হবে।

নিয়ম অনুযায়ী ২৭ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। তার আগে ২৫ বা ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ চূড়ান্ত হতে পারে বলে আভাস দিয়েছেন ইসি কর্মকর্তারা।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ২৬, ২০১৭ ৫:১৫ অপরাহ্ণ