নিজস্ব প্রতিবেদক:
মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে আগামীকাল ২১ মে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি। ২০ মে শনিবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।’
সেলিম আহমদ বলেন, ‘১ মে মহান মে দিবসের আমাদের মিছিলে শ্রমিক লীগ নেতা এজাজুল হক এজাজের অনুসারীরা প্রবেশ করে অটোরিকশা ভাঙচুর চালায়। এরপর এঘটনায় থানায় আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়।’
তিনি বলেন ‘আমরা এই মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে ১১ মে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি’।
ধর্মঘটের সমর্থনে ২০ মে শনিবার সিলেটের বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালায় পরিবহন শ্রমিকরা।
দৈনিক দেশজনতা/এমএম