১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২২টি ঘর ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক:

অগ্নিকাণ্ডে নীলফামারী সদরের পলাশবাড়িতে অগ্নিকাণ্ডে ভূমিহীন ১১ পরিবারের ২২টি ঘর ভস্মীভূত হয়েছে।

শনিবার দুপুরে সদরের পলাশবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কিসামত ভুটিয়ান কালিরডাঙ্গায় এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সেখানকার চিত্তরঞ্জনের রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে এলাকার ১১ পরিবারের ঘর, আসবাবসহ রক্ষিত মালামালে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১১ পরিবারের ঘর ভস্মীভূত হয়।

ফায়ার সার্ভিস নীলফামারীর টিম লিডার আবুল কাশেম দেওয়ান জানান, অগ্নিকাণ্ডে চিত্তরঞ্জন ছাড়াও নিপেন্দ্র নাথ রায়, নয়ন, রতন কুমার রায়, কালিদাস, লালু, রতন কুমার, জানু বালা, সরু বালা, বুদুরাম রায় ও অধর চন্দ্র রায়ের একটি ঘর ও একটি করে রান্না ঘর ভস্মীভূত হয়েছে।

আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কাশেম।

পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব নুর ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা খাসজমিতে বসবাস করতো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

দুপুরেই নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নগদ পাঁচশ’ করে টাকা  দিয়েছেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২০, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ