২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫২

গাজীপুরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযানে আটক ৫

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ শনিবার দুপুরে বিএনপি ওস্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে। অভিযানে পুলিশের তিন শতাধিক সদস্য অংশগ্রহন করেছে বলে জানা গেছে।

আটককৃতরা হলো- কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন (৪০), মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শওকত হোসেন রানা (৪৫), ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম (৩০), সোহেল মিয়া (২০) ও মো. হৃদয় হোসেন (২৫)।

এসময় পুলিশ ওই এলাকার ছোট বাবু ও বড় বাবুর বাড়িসহ তিনিটি বাড়িতে অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে পুলিশ সফিপুর বাজার করোতায়া স্পিনিং কারখানার সামনের এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও রাসেল শেখ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় পুলিশ নিয়ে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী সাড়াশি অভিযান পরিচালিত হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর ও রাসেল শেখ এ অভিযানের নেতৃত্ব দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৭ ৭:৫৪ অপরাহ্ণ