১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নিজের ক্যারিয়ারে নতুন দিগন্ত রেখা খুঁজে পেয়েছিলেন শোয়েব মালিক। ২০১৯ বিশ্বকাপে খেলা ও ট্রফি জয়ের স্বপ্ন যে তার নতুন করে মনে বাসা বেঁধেছে সেটিও জানিয়ে দিয়েছিলেন। শোয়েব মালিক অবশ্য ভালো সময়ই পার করছেন। সদ্যই বাংলাদেশ মাতিয়ে গেছেন বিপিএলের মাধ্যমে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। বিশ্বের অন্যান্য লিগেও খেলে থাকেন। রোববার তেমনই এক ম্যাচে মালিক মেরে বসলেন ৬ বলে ৬ ছক্কা।

মালিকের এই ছয় বলে ছক্কা টি-টেন ক্রিকেটে। শহীদ আফ্রিদি ফাউন্ডেশন একটি টি-টেন প্রদর্শনী ক্রিকেট আয়োজন করে। যেখানে আগে ব্যাট করে শোয়েব মালিকদের দল এসএএফ রেডস ১০ ওভারে ২১০ রানের সংগ্রহ গড়ে। মালিক বাবর আজমকে ৬ বলে ৬টি ছক্কা হাঁকান। কিন্তু ১০ ওভারে ২১০ রান করেও এদিন পরাজয় বরন করতে হয় শোয়েব মালিকের দলকে। ২৬ বলে সেঞ্চুরি করে এসএএফ গ্রীনকে ৯ উইকেটের জয় উপহার দেন বাবর আজম। ১১টি ছক্কা ও ৭টি চারে ৩৮৪.৬২ স্টাইকরেটে রেকর্ড ইনিংসটি করেন বাবর আজম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ