২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ভ্যাটিকেনের

আন্তর্জাতিক ডেস্ক:

ক্রিসমাস ডে’র আগ মুহূর্তে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছেন পোপ ফ্রান্সিস। বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকেনে অভূতপূর্ব এ সিদ্ধান্ত নিলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় প্রধান পোপ। আগের দিন মধ্যরাতের ‘ইভ মাস’র মাধ্যমে ক্রিসমাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে বিশেষ প্রার্থনায় যোগ দেন খ্রিস্টান ধর্মালম্বীরা।

এতে এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস জেরুজালেম নিয়ে মার্কিন সিদ্ধান্তের প্রতি কড়া সমালোচনা করেন। একইসাথে এর মর্যাদার প্রতি সম্মান দেখাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের প্রতি আহবান করেন। ৬ ডিসেম্বর হোয়াইট হাউজে এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন। একইসাথে ইসরাইলের মার্কিন দূতাবাসকে তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের নির্দেশও দেন। এ ঘোষণার প্রতিবাদে পুরো বিশ্বে বিশেষ করে মুসলিম দেশগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের রক্তাক্ত সংঘর্ষ হয়। এরপরের দিনই উদ্বিগ্নতা প্রকাশ করে পোপ ফ্রান্সিস বিবৃতি দিয়েছিলেন, ‘এমন পরিস্থিতিতে আমি চুপ থাকতে পারি না।’ তিনি সামাজিক ও রাষ্ট্রীয় ইস্যুতে জাতিসংঘের আইন মেনে চলার আহবানও জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১১:০১ পূর্বাহ্ণ