১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০১

আফগানিস্তানে রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণ হেলমান্দ প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রদেশের মার্জা জেলার ট্রিকনাওয়ার এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র একথা জানান। হেলমান্দ প্রদেশ সরকারের মুখপাত্র ওমর জোয়াক বলেন, আজ সকালে প্রদেশের মার্জা জেলায় একটি মিনিবাস রাস্তার পাশে পুতে রাখা একটি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। তিনি আরো বলেন, বাসটিতে নারী ও শিশুসহ ১০ আরোহী ছিল। বাসের পাশে তিন পথচারীও এই বিস্ফোরণে আহত হয়। তিনি তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য ‘আফগানিস্তানের শত্রুদের’ দায়ী করেছেন। তালেবানদের বুঝাতে এই শব্দ ব্যবহার করা হয়। জাতিসংঘের হিসেবে অনুযায়ী ২০১৭ সালের প্রথম নয় মাসে বোমা বিস্ফোরণে ৮,০১৯ জন বেসামরিক লোক আহত ও ২,৬৪০জন নিহত হয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১১:০৪ পূর্বাহ্ণ