১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৫৭

ইসরায়েলি গুলিতে আরো এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে আহতের মধ্যে একজন ফিলিস্তিনি যুবক মারা গেছেন। নিহত ওই যুবকের নাম মুহাম্মাদ সামি দাহ্দুহ্। রোববার রাতে হাসপাতালে তার মৃত্যু হয় বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের জেরুজালেম সংক্রান্ত বিতর্কিত ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গত সপ্তাহে মারাত্মক আহত হয়েছিলেন ফিলিস্তিনি যুবক।
এর আগে শনিবার শারাফুল আব্দ নামের আরেক আহত ফিলিস্তিনি যুবক গাজার একটি হাসপাতালে মারা যায়। সেও গত সপ্তাহের রোববার পূর্ব গাজার জাবালিয়া শহরে সেনাদের গুলিতে মারাত্মক আহত হয়েছিলেন। এদিকে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা রোববার দক্ষিণ নাবলুসের একটি গ্রামে হানা দিয়ে প্রতিবাদী জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। এতে অন্তত ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৫, ২০১৭ ১০:৫৮ পূর্বাহ্ণ