১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক:

ফিফা  র‌্যাঙ্কিংয়ে ১৯৭, বেহাল দশা বাংলাদেশের পুরুষ ফুটবলের। তবে নারী ফুটবলে গত কয়েক বছর ধরেই আসছে সুখবর। পুরুষ ফুটবল দল ব্যর্থতার মহড়া দিলেও নারীরা এগিয়ে যাচ্ছে ঠিকই, বিশেষ করে বিভিন্ন বয়সভিত্তিক দল। এবার অনুর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের কৃতিত্ব দেখালো বাংলাদেশের মেয়েরা। রবিবার দুপুরে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। প্রথমার্ধের খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। তারা বেশ কয়েকটি আক্রমণ শানায় ভারতের গোল মুখে। ২২ মিনিটে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। মারিয়া মান্ডার বাড়িয়ে দেওয়া বলে ঠিকঠাক শট নিতে পারেননি আনুচিং মগিনি। সে যাত্রায় বেঁচে যায় ভারত।

১০ মিনিট পর তহুরার জোরালো শট বারের সামান্য বাইরে দিয়ে চলে যায়। তবে ৪২ মিনিটে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাল সবুজের জার্সিধারীরা। গোলদাতা শামসুন্নাহার।

১-০ গোলে এগিয়ে থাকার আনন্দ নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ। বিরতির পার ভারত গোল পরিশোধের চেষ্টায় মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়ানোর চেষ্টা করে স্বাগতিকরাও। তবে কোনো পক্ষই গোল করতে পারেনি। এভাবেই জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এর আগে লিগ ম্যাচে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন হবার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোনো গোলও হজম করেনি বাংলাদেশ। প্রতিপক্ষে জালে ১৪টি গোল করে বাংলাদেশের মেয়েরা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ৪:১৫ অপরাহ্ণ