১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

রাজধানীতে দুই ‘জঙ্গি’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার আরিফ হোসেন ও রমিজ উদ্দীন নামে দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে খিলগাঁও রেলওয়ে ক্রসিং থেকে আরিফ ও মুগদা থেকে রমিজকে আটক করা হয়। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, আটককৃত দুজন গত জুন মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার আসামি।

এর আগে গত ২০ ডিসেম্বর সায়েদাবাদ এলাকা থেকে মিজানুর রহমান এবং ইব্রাহিম শাহজাহান নামের জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ২:১৪ অপরাহ্ণ