১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে “যুদ্ধ ঘোষণার শামিল” বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। এই পদক্ষেপ পুরোপুরি ভাবে অর্থনৈতিক অবরোধের সমতুল্য আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার শক্তি বৃদ্ধিই যুক্তরাষ্ট্রকে হতাশ করার একমাত্র উপায়’। পিয়ংইয়ং এর ব্যালিস্টিক মিসাইল টেস্টের প্রতিক্রিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাকে বলা হয়েছে “প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে এবং ‘যুদ্ধ ঘোষণার শামিল’ যা কোরীয় উপদ্বীপ ও বৃহত্তর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করছে”। এটি ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১০ম নিষেধাজ্ঞা আরোপ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৪, ২০১৭ ২:১৭ অপরাহ্ণ