স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট উন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২০৪ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। ১২১ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। এর পুরো কৃতিত্ব কিউই পেসার ট্রেন্ট বোল্ট। একাই সাতটি উইকেট শিকার করে ক্যারিবীয় শিবিরে ধস নামিয়েছেন তিনি, গড়েছেন রেকর্ড। এই জয়ের সুবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেও জিতেছিল কিউইরা।
সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৫ রান করে কিউইরা। সর্বোচ্চ ৮৩ করে অপরাজিত ছিলেন হেনরি নিকোলাস। অর্ধশত করেন জর্জ ওয়াকার ও রস টেইলর। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন শেলডন কোটরেল। ব্লাক ক্যাপসদের বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কেউই তিনের ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান করেন অ্যাশলে নার্স। এরপর ধারাবাহিক বিরতিতে ২৭ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ২০৪ রানের বিশাল জয় পায় নিউজিল্যান্ড।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

