১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩১

কদমতলীতে ইস্পাত কারখানায় আগুনে ৭ শ্রমিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে কদমতলী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’ এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (২৮), মো. গাফফার (২৪), মো. আহমেদ আলীর (৩০), জামাল (৩৩), সোহেল (৪০), রমজান (২৯) ও শামীম (৪৮)। তারা সবাই ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’র শ্রমিক বলে জানাগেছে। রাতে কাজ করার সময় অতিরিক্ত তাপের কারণে গলানো লোহার টুকরা গায়ে পড়ে। সাতজন দগ্ধ হন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটায় আগুন নেভাতে সক্ষম হয় তারা। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘দগ্ধের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিতসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ