২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৪৯

রোহিঙ্গা শিশুদের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মধ্যে: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক:

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ও এর ভিত্তিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের পরেও মিয়ানমার থেকে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের অনুপ্রবেশ এখনো ঘটছে। কক্সবাজারের মানবিক সহায়তাকারী সংস্থার কর্মীরা বলছেন, গত চার দিনে কমপক্ষে ৪শ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ মাসেই এদের সংখ্যা হবে ৫ হাজারের মতো। এদিকে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ অক্টোবরের ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প ও বসতিগুলোতে তিন দফা জরিপ চালিয়ে রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ইউনিসেফ বলছে, ৫ বছরের কম বয়সী শিশুদের ২৫ শতাংশ মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতার মধ্যে রয়েছে-যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদন্ডের চাইতে অনেক নিচে। জরিপকালে শিশুদের অর্ধেকই রক্তস্বল্পতাজনিত নানা রোগ-বালাই, ৪০ শতাংশ ডায়রিয়া এবং ৬০ শতাংশ ভয়াবহ মাত্রায় ফুসফুসে সংক্রমণে আক্রান্ত। ইউনিসেফ বলছে, পুষ্টিহীনতাসহ ওই সব রোগ রোহিঙ্গা শিশুদের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এক ভয়াবহ ঝুকির মধ্যে ফেলে দিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২৩, ২০১৭ ৯:৪৯ পূর্বাহ্ণ