২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৩৬

ইসলামপুরে ইটভাটা শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহ উপজেলার বীরহাতিজা গ্রামস্থ জেকি ইটভাটা থেকে বৃহস্পতিবার সকালে (২১ ডিসেম্বর) ইটভাটার এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম ইমান আলী (১৯)। সে ইসলামপুর দরিয়াবাদ গ্রামের সোনাহারের ছেলে।

জানা যায়, নিহত ইমান আলী দিনের বেলায় জেকি ইটভাটা জেকি ইটভাটায় কাজ করতো। রাতে পাহারাদার হিসেবে ভাটায় থাকতো। ঘটনার রাতে শ্রমিক রাজু, রুমান, জুয়েলসহ পাহারাদার ঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ইমান আলীকে ধারালো ছুরা দিয়ে দুই হাতের কব্জির রগ কর্তনসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত শেষে গলাকেটে হত্যা নিশ্চিত করে। পরদিন সকালে হত্যার বিষয়টি জানাজানি হয়। ঘটনাস্থল মেলান্দহ-ইসলামপুরের সীমান্তবর্তী হওয়ায় ইসলামপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। একই সাথে নিহতের প্রতিবেশী সহকর্মী রাজু, জুয়েল, রুমানকে জ্ঞিাজাসাবাদের জন্য আটক শেষে মেলান্দহ থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় এবং ইটভাটার শ্রমিকদের ধারণা মাদক, জুয়া ও নারী সংক্রান্ত বিরোধে হত্যা কান্ডটি ঘটতে পারে।

ইটভাটা ম্যানেজার ফোরকান আলী জানান,বীর হাতিজা গ্রামের সোনাহারের ছেলে ইমান আলী গত ৮বছর ধরে ইটভাটার শ্রমিকের কাজ করে আসছে। সেই সাথে সে রাতে খোলার নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেও আসছিল।

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, নিহতের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ সেকান্দর আলী জানান, তদন্তের পর হত্যার কারণ জানা যাবে।
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান শাহীন জানান, ময়না তদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৭ ৮:৩৫ অপরাহ্ণ