উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
মিয়ানমার সেনা নির্যাতনে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের ১২টি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরকারি ব্যবস্থাপনায় বায়োমেট্টিক পদ্ধতি নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ৯১ হাজার রোহিঙ্গাকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) তথ্য অনুযায়ী বাংলাদেশ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬লাখ ৭৮হাজার ৮শত জন। ২৫ আগষ্ট ২০১৭এর পুর্বে এখানে অবস্থান করা মিয়ানমার নাগরিকের সংখ্যা ২লক্ষ ৪হাজার ৬০জন।
তিনি বলেন, প্রতিদিন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ অব্যাহত থাকার কারনে রোহিঙ্গার সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি নিবন্ধনের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পার্সপোর্ট এন্ড ইমিগ্রেশনের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ৯১হাজার রোহিঙ্গার বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত থাকায় নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর