উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপর স্থাপিত রেজুখাল মোহনায় যৌথ চেকপোষ্টের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যগণ নিয়মিত তল্লাশী কালে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে টেকনাফের দইংগাকাটা গ্রামের মো: আব্দুল গফুরের পুত্র মোঃ আল আমিনকে (২১) আটক করে। তল্লাশীকালে তার শরীরে কৌশলে লুকায়িত অবস্থায় ১৯২০ পিচ ইয়াবা উদ্ধার করে। যার মূল্য ৫ লক্ষ ৭৬ হাজার টাকা। এ সময় বহনকারী ১টি সিএনজি জব্দ করা হয়। গাড়ীসহ জব্দকৃত মালামালের মূল্য ১০ লক্ষ ৭৬ হাজার টাকা। ইয়াবা এবং সিএনজিসহ ধৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির অতিরিক্ত পরিচালক ফিরোজ আহমদ।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

