নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর কাছে আওয়ামী লীগের প্রার্থীর বিশাল ব্যবধানে পরাজয়ের কোনো প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার সকালে সিলেটে বিমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
গতকাল রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমদ ঝন্টুকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। এই নির্বাচনে বিএনপি তৃতীয় স্থানে রয়েছে।
রংপুরে সরকারি দলের প্রার্থীর পরাজয় সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন একটি স্থানীয় নির্বাচন। এর সাথে জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এর কোনো প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে না।’
রংপুরে জাতীয় পার্টি খুবই জনপ্রিয় বলে তারা বিজয়ী হয়েছেন এমনটা মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘দেশে যেখানে বহু রাজনৈতিক দল রয়েছে, সেখানে একেক জায়গায় একেক দলের প্রার্থী নির্বাচিত হবেন-এটা খুবই স্বাভাবিক। দেশের নির্বাচন পদ্ধতিতে যে নিরপেক্ষতা রয়েছে তা এই নির্বাচনে প্রমাণিত হয়েছে।’
এর আগে সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে বিমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। পরে তিনি বিমা মেলার স্টল ঘুরে দেখেন।
৩২টি কোম্পানির অংশগ্রহণে শুরু হওয়া এই বিমা মেলা শেষ হবে শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানি প্রায় ১৯ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করে।
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাঠোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ