নিজস্ব প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ডিএসইতে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৪৩ কোটি ৮৫ লাখ টাকা কমেছে। আগের দিন এ বাজারে ৫১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে আজ দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার দর। যা টাকায় লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকা।
এর আগে গতকাল বুধবার ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করে ৬১৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৩৬৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করে ২২৩১ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ৫১১ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৪৩ কোটি ৮৫ লাখ টাকা।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো: গ্রামীণফোন লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড, এবি ব্যাংক লিমিটেড এবং আমরা নেটওয়ার্ক লিমিটেড।
অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।
দৈনিক দেশজনতা/এন এইচ