স্বাস্থ্য ডেস্ক:
ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এ স্লোগানকে সামনে রেখে শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন ফরিদপুর জেলার ৯ উপজেলার মোট তিন লাখ ৩৫ হাজার শিশুকে দুই হাজার ১০০ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৪৬ হাজার ৮৬ জন শিশুকে একটি নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৮৯ হাজার ২৬৮ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সিভিল সার্জনের কার্যালয়ে এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. অরুণ কুমার বিশ্বাস।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আফজাল হোসেন, চিকিৎসা কর্মকর্তা ডা. মো মাহফুজুর রহমানসহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ