২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৩

বগুড়ায় লাখো শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় এবার চার লাখ ৮৭ হাজার ৩২৮ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়া সির্ভিল সার্জন কার্যালয় আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২৩ ডিসেম্বর পালন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ রাউন্ডে জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৪৯০ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ২৮ হাজার ৮৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য জেলায় এক হাজার ৩৫৮ জন স্বাস্থ্যকর্মী এবং চার হাজার ৫২২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

সভায় বগুড়া সিভিল সার্জন ডা. মো. শামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেপুটি সির্ভিল সার্জন ডা. আব্দুল ওয়াদুদ, মেডিকেল অফিসার ডা. রাসিদা সুলতানা ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. আসফিয়া সাবেরীন। সির্ভিল সার্জন বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) ২৩ ডিসেম্বরে সারাদেশের মতো বগুড়ায় খাওয়ানো হবে। ‘এ’ ভিটামিন সকল শিশুর জন্য অত্যন্ত নিরাপদ এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভিটামিন ‘এ’ শিশুর শরীর গঠনে বিশেষ প্রয়োজন। কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৩:০৩ অপরাহ্ণ