১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩০

নতি স্বীকার করবেন না জাতিসংঘের মানবাধিকার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা জেইদ রাদ আল হুসেইন বুধবার বলেছেন, তিনি তার পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য নতি স্বীকার করবেন না। হুসেইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। জাতিসংঘের হিউম্যান রাইটসের হাই কমিশনার হুসেইন এক ই-মেইলে জানান, আগস্ট মাসে তার চাকরির দ্বিতীয় মেয়াদের জন্যে তিনি তার সংস্থার বিশুদ্ধতা বিকিয়ে দেবেন না।

চলতি সপ্তাহের গোড়ার দিকে এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে জর্ডানের এই রাজপুত্র দ্বিতীয় মেয়াদে তার অবস্থান নিশ্চিত করতে রাজনৈতিক খেলোয়াড়দের সঙ্গে কোন ধরনের ‘গোপন চুক্তি করার’ বিষয়টি নাকচ করে দেন। উল্লেখ্য, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার চার বছরের জন্য নির্বাচিত হন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ৩:০৫ অপরাহ্ণ