১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্যসহ মিলন হোসেন (৩৪) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরগোয়াল গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মিলন হোসেন চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাস্টারের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইউপি সদস্য মিলন হোসেন তার নিজ বাড়িতে অস্ত্রগুলিসহ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বেশ কিছু ইয়াবা ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ