১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

মহেশপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স আড়াই বছর। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।নিহত শিশুরা হলো- উপজেলার উজ্জলপুর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে হাসি ও খুশি।

নিহত শিশুদের বাবা জহুরুল ইসলাম জানান, তার যমজ দুই মেয়ে সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে লোকজন খোঁজাখুঁজি করে পুকুরের মধ্যে থেকে হাসি ও খুশিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি আহমেদ কবির পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ