১১ই এপ্রিল, ২০২৫ ইং | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবা ও নকল ইয়াবা তৈরির সরঞ্জামসহ আমির আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বৈশামোড়া এলাকার নিজ বাড়িতে থেকে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আমির ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

অপরদিকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ডেমু ট্রেনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং শহরের পুনিয়াউট এলাকা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ কাকুলি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ