ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবা ও নকল ইয়াবা তৈরির সরঞ্জামসহ আমির আলী (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার বৈশামোড়া এলাকার নিজ বাড়িতে থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক আমির ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমির আলীর বাড়িতে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিরকে আটক করা হয়। এছাড়া নকল ইয়াবা তৈরির পাউডার ও রংসহ অন্যান্য সরঞ্জাম এবং একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ডেমু ট্রেনে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা এবং শহরের পুনিয়াউট এলাকা থেকে ৮ বোতল ফেনসিডিলসহ কাকুলি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
দৈনিক দেশজনতা/এন আর