২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

স্কুলছাত্রী হুমায়রা হত্যার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নি খুনের আলোচিত মামলার প্রধান আসামি ইয়াহিয়া সর্দারকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১টার দিকে মহানগরীর জালালাবাদ থানার মাসুক বাজার এলাকার দরশা গ্রামের একটি বাড়ি থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান। পুলিশ সুপার জানান, মুন্নি হত্যার পর সুনামগঞ্জ জেলা পুলিশের পাঁচটি দল ইয়াহিয়াকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ, বেলায়েত শিকদার, দিরাই থানার ওসি মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর রাতে দিরাই পৌরসভার আনোয়ারপুর গ্রামের মদনী মহল্লা এলাকায় বাসায় ঢুকে ছুরিকাঘাত করে দশম শ্রেণির ছাত্রী হুমায়রা আক্তার মুন্নিকে খুন করে তার কথিত প্রেমিক ইয়াহিয়া সর্দার।
এ ঘটনায় মুন্নির মা বাদী হয়ে ইয়াহিয়াসহ দুজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় আলোচিত এ খুনের প্রধান আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে অপর আসামি তানভীরকে গ্রেফতার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ