১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

সৌদিতে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থণা

দেশজনতা ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২০ মে) তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌছেছেন। সেখানে তাকে রাজকীয় অভ্যর্থণা জানিয়েছে সৌদি বাদশা সালমান বিন আব্দুলাজিজ আল-সৌদ। আট দিনের এই সফরে তিনি ইসরাইল, ফিলিস্তিন সীমান্ত, ব্রাসেলস, ভ্যাটিকান এবং সিসিলিতেও যাবেন। শনিবার সকালে রিয়াদে তার বিমান পৌছানোর সাথে সাথেই এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘বড় ধরনের বিদেশ সফর’। দেশের মাটিতে সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্ত নিয়ে সংকটকে এক রকম অগ্রাহ্য করেই বিদেশ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। কোমিকে বরখাস্ত করায় দেশব্যাপী তীব্র সমালোচনার সম্মুখীন ট্রাম্প। উল্লেখ্য, কোমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি খতিয়ে দেখছিলো। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন। এই সফরে তিনি মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় তীর্থস্থান ভ্রমণ করবেন। বিমান থেকে নামার পর প্রেসিডেন্টকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ৯০ জনের সৌদি বিমান বাহিনীর একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ট্রাম্প সৌদিতে বিশ্বের ৫০ টি মুসলিম দেশের নেতাদের সামনে ইসলাম বিষয়ে ভাষণ দেবেন বলে জানা গেছে। অপরদিকে ট্রাম্প সৌদি আরবে পৌছানোর কয়েকঘন্টা আগে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে রিয়াদের দক্ষিণ দিক থেকে তারা একটি রকেট ভূপাতিত করেছে। রকেটটি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ছুড়েছে বলে জানিয়েছে তারা।

দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়: ৩.৩৬

প্রকাশ :মে ২০, ২০১৭ ৩:৩৭ অপরাহ্ণ