নিজস্ব প্রতিবেদক:
রোজার আগেই সুপ্রিম কোর্ট চত্বরের গ্রিক মূর্তি অপসারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহাম্মদ আখতার হোসেন বুখারী। এ সময়ের মধ্যে অপসারণ করা না হলে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে জাতীয় ঈদগাহে যাবে না। যদি কেউ যায় তবে সে হবে চিহ্নিত মুরতাদ বলেও হুশিয়ারি দেন তিনি। শনিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগের সভাপতি মাওলানা মুহাম্মদ আখতার হোসেন বুখারী এ দাবি জানান। রোজার আগেই সুপ্রিম কোর্ট চত্বরের গ্রিক মূর্তি অপসারণ এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩টি দল এ মানববন্ধন আয়োজন করে। তিনি বলেন, আসন্ন মাহে রমজানের সম্মানে সব ধরনের খেলাধুলাসহ অশ্লীলতা ওবেহায়াপনা বন্ধ করতে হবে এবং পরীক্ষা-ক্লাসসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। গত বছর পূজায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরিক্ষা বন্ধ থাকলে পবিত্র রমজানে কেন থাকবে না? আখতার হোসেন বলেন, এবার রমজানে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ৪৫টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাবি, চবি, জবি বিশ্ববিদ্যালয়সহ আরও অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এই রমজান মাসে। ২০১৬ সালে রমজান মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা ১৫ দিনসহ বিভিন্ন বর্ষের অনেক পরীক্ষা নেওয়া হযেছে, যা ষড়যন্ত্রমূলক। অথচ জামাত শিবিরের হরতালের সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। এ সময় আরও উপস্থিত ছিলেন, ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার ও দপ্তর সম্পাদক মুজিবুর রহমান চিশতি।
দৈনিক দেশজনতা/এমএইচ /সময়: ৪.০৭