১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

ববিতাকে সম্মাননা দেয়া হচ্ছে

দেশজনতা ডেস্ক :

সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়িকা ববিতাকে সম্মাননা দেয়া হচ্ছে। শনিবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশান ২’র ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেয়া হবে। ববিতার পুরোনাম ফরিদা আক্তার পপি। সিনেমায় তিনি ববিতা নামে পরিচিত । ২৫০ টির মতো চলচ্চিত্র অভিনয় করেছেন।তিন বছর টানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। কিংবদন্তি এ অভিনেত্রীকে অনবদ্য অভিনয় এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘ওকে ওয়ার্ল্ড ও চ্যানেল আই প্রবর্তিত গোল্ড অ্যাওয়ার্ড’ সন্মাননা দেয়া হচ্ছে। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে ববিতার আত্মপ্রকাশ ঘটে । সেখানে তিনি রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন।জহির রায়হানের ‘জ্বলতে সুরুজ কি নিচে’ চলচ্চিত্রে অভিনয় করার সময় তিনি ববিতা নামে পরিচিতি পান।
দৈনিক দেশজনতা/এমএইচ  /সময়: ৩.৩০

প্রকাশ :মে ২০, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ