আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি সরকার রক্ষণশীল দেশটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিতে চাইছে। আর তাই ২০১৮ সালের প্রথম তিন মাসের মধ্যে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করবে সৌদি আরব। যেসব পর্যটক সৌদি আরব যেতে চান এবং দেশটি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চান তাদেরকে এই ট্যুরিস্ট ভিসা দেয়া হবে।
সৌদি ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হ্যারিটেজের সৌদি কমিশনের প্রধান জানান, যোগ্য প্রার্থীরা কিভাবে ভিসা পাবেন সেই বিধিমালা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে বিদেশিদের ভ্রমণের ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে। আবাসিক কর্মী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তি, ব্যবসায়ী এবং হজযাত্রীরাই এখন দেশটিতে ভিসা পান। ইসলামের পবিত্র স্থানগুলোতে ভ্রমণের জন্য হজযাত্রীদের বিশেষ ভিসা দেওয়া হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যে কেউ ট্যুরিস্ট ভিসায় দেশটি ভ্রমণ করতে পারবেন। এএফপি
দৈনিক দেশজনতা /এন আর