১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী, শেষ পর্যন্ত থাকার ঘোষণা

রংপুর প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা নিজ এলাকার দেওয়ান টুলি সরকারি বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি সকাল ৯টার দিকে ২৯নং ওয়ার্ডের ওই কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যদি কোনও বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, তাহলে ভোট বর্জন নয়, শেষ পর্যন্ত থাকবো।

অন্যদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুরে অবস্থান করছেন রসিক নির্বাচনে ভোট দেয়ার জন্য। তিনি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সেন পাড়ার শিশু মংগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এই কেন্দ্রটি ২১নং ওয়ার্ডে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির নেতা আবদুর রাজ্জাক।

প্রসঙ্গত, রংপুরের এ নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের মধ্যে একটিতে ইভিএমেভোটগ্রহণ করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ