১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মত যুক্তি উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মত বৃহস্পতিবার যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবীরা।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের দিন ধার্য রয়েছে।বেগম  খালেদা জিয়া সকাল ১১ টার দিকে আদালতে উপস্থিত হবেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আদালতে উপস্থিত হবেন। এ দিন তার পক্ষে আইনজীবী আব্দুর রেজ্জাক খান যুক্তি উপস্থাপন করবেন। তার যুক্তি উপস্থাপন শেষ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দাকার মাহবুব হোসন ও এজে মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন।

এর আগে বুধবার খালেদার আইনজীবী আব্দুর রেজ্জাক খান তার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন। যুক্তি উপস্থাপনে তিনি বলেন, বিচারে যেন কোনো রকম বিভ্রান্তি না হয়। বেগম খালেদা জিয়া যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হন

তিনি আরও বলেন, মামলাটির সঠিকভাবে চার্জ গঠন হয়নি। মামলার এজাহারের সঙ্গে চার্জ গঠনের কোনো মিল নেই। কোনো সাক্ষী বলে নাই খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদেশ থেকে তার একাউন্টে টাকা এসেছে।

এ দিন বেগম খালেদা জিয়ার

পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজ পরবর্তী যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন আদালত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২১, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ