১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৮

নওগাঁয় পেশাজীবী গাড়ী চালকদের প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ প্রতিনিধি:

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ স্লোগানে নওগাঁয় দুইদিন ব্যাপী পেশাজীবী গাড়ী চালকদের (নবায়ন প্রার্থী) নিয়ে পেশাগত ‘দক্ষতা ও সচেতনতা’ বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নওগাঁ সার্কেল এর উদ্যোগে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, নওগাঁ সদর হাসপাতালের মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম খান রেজা, নওগাঁ সার্কেল সহকারী পরিচালক ইঞ্জি: এটিএম ময়নুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর ইউসুফ আলীসহ প্রমূখ। সড়ক দূর্ঘটনা হ্রাসকল্পে জেলার প্রায় দেড়শতাধিক ট্রাক ও বাস চালকরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৯:১২ অপরাহ্ণ