১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

লালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে গরু বোঝাই ভুটভুটি উল্টে হযরত মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হযরত বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাযায়, ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভুটভুটি গাড়ি নিয়ে আসার পথে লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঈদগাহ মোড়ে সন্ধ্যা রাতে গাড়ী উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ৬ জনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক হযরত মন্ডলকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত ৫ জনের মধ্যে বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের আবু বক্করের ছেলে গাড়ির ড্রাইভার বিপ্লব হোসেন বিপুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত বাকী ৪ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের ভাদু প্রামানিকের ছেলে কমর আলী (৬০), আরেজ মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫), হরিনা গ্রামের চান্দু আলীর ছেলে পারুল (৫০) ও চারঘাট উপজেলার রায়পুর গ্রামের কাচু আলীর ছেলে দুলাল (৫০)।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৯:১০ অপরাহ্ণ