১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

শ্যামনগরে সুন্দরবন বাঁচাও কর্মসূচি বিষয়ে সংবাদ সম্মেলন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি:

বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ব্রতীর আয়োজনে সুন্দরবন বাঁচাও বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে ব্রতীর কর্মসূচি সমন্বয়কারী রফিকুল ইসলাম বলেন বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি আমাদের সুন্দরবন। বনের বিভিন্ন সম্পদ জনসাধারণের স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। গোপনে সুন্দরবনের অনেক সম্পদ ও প্রাণী ধবংস হচ্ছে। বিলুপ্ত হচ্ছে সুন্দরবনের বাঘ ,কুমির,হরিণ,সুন্দরী গাছসহ অনেক ঐতিহ্য। যা বনকেন্দ্রিক গবেষণার বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। তিনি বলেন ওয়াটারকিপারস্ বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর সহায়তায় ব্রতী সমাজকল্যাণ সংস্থা সুন্দরবন বাঁচাও কর্মসূচির উদ্যোগে প্রান্তি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে। এ কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ ছিল সুন্দরবন রক্ষার জন্য সর্বসাধারনের মধ্যে বঅপক গণসচেতনতা সৃষ্টি করা।স্তরে স্তরে সুন্দরবন উপকুলীয় এলাকায় ও দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলা। এ ছাড়া অন্যান্য উদ্দেশ্যের কথা বলেন।

সমাধান হিসেবে তিনি লিখিত বক্তব্যে বলেন ক্রমবর্ধমান জনগোষ্ঠিকে সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে হবে।এর জন্য সরকারী বেসরকারী ভাবে বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে।সরকারকে সহজশর্তে ব্যাংক ঋণ বা অর্থ সহায়তার মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠির সহায়তায় স্বেচ্ছাসেবক দল গঠন,সুন্দরবন রক্ষায় প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ করতে বনবিভাগের ব্যবস্থা গ্রহণ,সুন্দরবনের আরও কিছু আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন করে পর্যটকদের উপস্থিতি বাড়ানো,পাঠ্য পুস্তকে সুন্দরবন সম্পর্কে আরও বেশী পাঠ রাখা সহ অন্যান্য সুপারিশের কথা বলেন। এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক গাজী সালাউদ্দিন বাপ্পী সহ প্রেসক্লাবের কর্মরত সকল সদস্যবৃন্দ ও ব্রতীর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৯:১৪ অপরাহ্ণ