নিজস্ব প্রতিবেদক:
ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা এমন আশঙ্কায় আগামী কালের রংপুরের নির্বাচনে ইভি এম ব্যবহারের সংশয় প্রকাশ করেছেন সিইসি নুরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংশয়ের কথা জানান।
এত প্রস্তুতির পরও ইভিএম ব্যবহার নিয়ে সংশয় কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, ‘ইভিএম একটি টেকনিক্যাল বিষয়। এতে পারদর্শী হওয়ার বিষয় রয়েছে। ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা এমন আশঙ্কা রয়েছে। এ কারণে আমরা কোনও রিস্ক নিতে চাই না। একেবারে নিশ্চিত না হয়ে আমরা ইভিএম ব্যবহার করবো না। তাই এই নির্বাচনে (রসিক নির্বাচন) ইভিএম ব্যবহার হবে কিনা, তা জানতে আগামীকাল (বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর) পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’ আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রসিক নির্বাচন। জানা গেছে, এই নির্বাচনে ২৫নং ওয়ার্ডের রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুতি নিয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি