১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন জাতিগত নিধন : তুরস্কের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানো এবং নিরাপদে বসবাসের জন্য আন্তর্জাতিক সব মহলের একযোগে কাজ করা জরুরি।’ আজ বুধবার কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বুধবার বেলা ১১টার পরে বিমানে কক্সবাজার পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি যান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। পরে তিনি সেখানে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন এবং দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। ওখানে নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন তিনি। এরপর কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে খাবার বিতরণ করেন। এসময় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

উল্লেখ্য, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকায় এসে পৌঁছান। রোহিঙ্গাদের দুর্দশা সরেজমিনে দেখার জন্য ইতিমধ্যে বাংলাদেশ সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের স্ত্রী আমিনা এরদোগান। এবার এলেন দেশটির প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর থেকেই সোচ্চার হয়েছেন বর্তমান বিশ্বের আলোচিত মুসলিম নেতা এরদোগান। তিনি সাহায্য-সহযোগিতার পাশাপাশি বিশ্বজনমত সৃষ্টির বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ