১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

আসুসের ৩২ ইঞ্চির মনিটর বাজারে

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এলো আসুসের নতুন ৩২ ইঞ্চি  টুকে মনিটর । ভিএ৩২একিউ মনিটরটি ২৫৬০ বাই ১৪৪০ রেজুলেশন সমৃদ্ধ যার রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল।  ফলে মনিটরটিতে বেশি বেশি অনস্ক্রিন স্পেস এবং ডিটেল ভিজুয়াল পাওয়া যাবে । আইপিএস টেকনোলজির কারণে পিক্সেল গুলো আরও বেশি শার্প মনে হবে।

এছাড়াও আছে ৪ ওয়াট স্টেরিও স্পিকার য ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রদানে সক্ষম।  আসুস এক্সক্লুসিভ গেম প্লাস মনিটরটিতে রয়েছে ক্রস হেয়ার এবং ট্রিমার ফাংশন। দীর্ঘ সময় গেম খেলার পরও চোখেল উপর প্রেসার না পরার জন্য রয়েছে ব্লু-লাইট সমৃদ্ধ আসুস আই কেয়ার ফাংশন। মনিটরটিতে এরও আছে এইচডিএমআই,  ডিসপ্লে এবং ভিজিএ পোর্ট। এতে আরও আছে ইউএসবি কানেকটিভিটি যা ব্যবহারকারী কে দিবে অতিদ্রুত মোবাইল চার্জ করারও সুবিধা।

এছাড়াও মনিটরটিতে রয়েছে এসআরজিবি, গেম প্লাস মোড, রিডিং মোড এবং থিয়েটার মোড। এসব অসাধারণ ফিচার সমৃদ্ধ মনিটরটির মূল্য মাত্র ৪৫,০০০ টাকা। মনিটরটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের আউটলেটসহ ডিলার হাউজে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৪:২২ অপরাহ্ণ