১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

রোহিঙ্গাদের জন্য ফিল্ড হাসপাতাল চালু

স্বাস্থ্য ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ২০ শয্যার একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল সোমবার হাসপাতালটির কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইব্রাহীম শাফেঈ উপস্থিত ছিলেন। ওই দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ী এই ফিল্ড হাসপাতালে আউট ডোর, ইনডোর, নিউট্রিশন, নারী ও প্রসূতি, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত স্বাস্থ্য পরিষেবাসহ বেশ কয়েকটি বিভাগ রয়েছে। এখানে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় অধিবাসীরাও চিকিৎসা নিতে পারবেন।

ডাব্লিউএইচও’র প্রতিনিধি ইরানের এই উদ্যোগের প্রশংসা করে একে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি চমৎকার উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। এসময় সংক্রামক রোগের বিস্তার মোকাবেলায় ডাব্লিউএইচও-কে সহযোগিতা করতে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কক্সবাজার স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ইরানের এই উদ্যোগকে স্বাগত জানান। ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইব্রাহীম শাফেঈ হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান প্রথম থেকেই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। হাসপাতাল পরিচালনার যাবতীয় ব্যয়ও ইরান বহন করবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ২০, ২০১৭ ৪:১৫ অপরাহ্ণ