আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে প্রথমবারের মতো নারী রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে বেলজিয়াম। বুধবার বেলজিয়ামের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা ডমিনিক মিনিউরকে সৌদি আরবের নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের ঘোষণা এসেছে। আগামী গ্রীস্মের আগেই তিনি দায়িত্ব বুঝে নেবেন।
বর্তমান সৌদি প্রশাসন সম্প্রতি নারীদের স্বাধীনতা দিয়ে ঘরের বাইরে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নারীদের গাড়ি চালানো এবং স্টেডিয়ামে খেলা ও হলে বসে সিনেমা দেখার অনুমতি দেয়া হয়েছে। তবে কিছু দিন আগ পর্যন্ত নারীদের ঘরে থাকারই রেওয়াজ ছিল। তাদের সার্বিক দেখভাল হতো পুরুষ অভিভাবকের ইচ্ছা ও নজরদারিতে। পাবলিক প্লেসে যেতে সৌদি নারীদের হিজাব পরতে হয়। এদিকে মিনিউরের নিয়োগে এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামী দিনে তেহরানেও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ নারী প্রতিনিধি পাঠাতে যাচ্ছে।
দৈনিকদেশজনতা/ আই সি