১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

রাবি হিসাববিজ্ঞান বিভাগে প্রথম এলামনাই শুরু শুক্রবার

রাজশাহী প্রতিনিধি:  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১ম এলামনাই সম্মেলন আগামী ২২ ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনুষ্ঠানের যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে সম্মেলন কমিটি। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে এলামনাই সদস্যদের অভ্যর্থনা ও দ্বিতীয় দিনে মুল অনুষ্ঠান। থাকছে র‌্যালি, বৃক্ষরোপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে এলামনাই এসোসিয়েশন এর কার্যকরী পরিষদ গঠন করা হবে বলে জানান সম্মিলনের তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সায়েদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সম্মানিত অতিথি হিসাবে মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম শাহ্ নওয়াজ আলি, বিশেষ অতিথি রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান।

এছাড়াও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, নিউজিল্যান্ড ডেইরী প্রোডাক্টস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলমসহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যপক ড. সালমা বানু।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৯, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ