দৈনিক দেশজনতা ডেস্ক:
১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, ৩০ লাখ মানুষের আত্মত্যাগ আর তিন লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম। এই যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভ্রাতৃপ্রতীম রাষ্ট্র ভারত।
তবে সেই রাষ্ট্রের বিরুদ্ধেই এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে।
বাংলাদেশিদের কোনো অবদান নয় বলিউডের আপকামিং সিনেমা ‘আইয়ারি’-তে দেখানো হয়েছে ভারত ও পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের সৃষ্টি।
১৬ ডিসেম্বর বাংলাদেশ যখন মহান বিজয় দিবস পালন করছে, তখনই এমন বার্তা দিয়ে সিনেমাটির পোস্টার মুক্তি দেয়া হয়েছে। ছবিটিতে যে বার্তা থাকছে, তা বাংলাদেশের ইতিহাসকে বিকৃতির শামিল।গত ১৬ ডিসেম্বর ভারতের শীর্ষস্থানীয় তিন সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামা ‘আইয়ারি’র পোস্টার নিয়ে পৃথক তিনটি প্রতিবেদন প্রকাশ করে।
সব খবরেই বলা হয়েছে, ১৯৭১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে! ওই যুদ্ধে ভারতের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই ছবিটি বানানো হয়েছে।
আইয়ারির পরিচালক নিরাজ পাণ্ডেও সংবাদমাধ্যমে একই দাবি করেছেন। তিনি বলেন, আমাদের দেশের সামরিক বাহিনীর জন্য ১৬ ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে ভারতের বিজয়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের জন্য আমাদের এই শ্রদ্ধাঞ্জলি।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী বছরের ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর আগেও বহুবার নানাভাবে ভারতীয় সিনেমায় চিত্রায়িত হয়েছে। বিভিন্ন সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ থাকলেও ‘গুণ্ডে’, ‘দ্য ঘাজি অ্যাটাক’ (তেলেগু, বলিউড), ‘১৯৭১ বিয়ন্ড বর্ডারস’ (মালায়লাম) সিনেমায় তুমুল বিতর্কিতভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ